Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 উপজেলা প্রশাসন, লালপুর, নাটোরে আপনাকে স্বাগতম!


বার্তা

তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোর গোড়ায় সরকারি ও  বেসরকারি সেবা দ্রুত পৌছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রামের আওতায় গৃহীত জেলা উপজেলা এবং ইউনিয়ন পোর্টাল তৈরি করা হয়েছে।এই ওয়েব পোর্টালের মাধ্যমে যেমন অবাধ তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি হলো তেমনি ই-গভর্ন্যান্স বাস্তবায়নের পথ আর ও এক ধাপ এগিয়ে গেল। ই-গর্ভন্যান্স বাস্তবায়নের লক্ষ্যে এ পথ ধরে হাটি হাটি পা পা করে আমরা এক দিন পৌঁছে যাব সমৃদ্ধ বাংলাদেশের পথে তথা স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে।লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল লালপুর গড়ার লক্ষ্যে সকল শুভাকাঙ্খীদের কাছে সর্বাত্নক সহযোগিতা কামনা করছি।

 

আসুন সকলের সমন্বিত উদ্দোগের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত উন্নয়নমুখী আলোকিত লালপুর গড়ে তুলি

                                                                                                         

                                                                                                              

  শামীমা সুলতানা   

  উপজেলা নির্বাহী অফিসার,লালপুর,  নাটোর।