সড়ক পথেঃ ঢাকা হতে ঢাকা - রাজশাহী সড়ক পথে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নামক স্থানে নামতে হবে , বনপাড়া হতে সড়ক পথে আজিমনগর রেলগেট পার হয়ে হাতের ডানপাশে লালপুর উপজেলা পরিষদ । অন্যভাবেও পৌছাঁ যায় , যেমন - রাজশাহী হতে হতে রাজশাহী পাবনা সড়ক পথে রাজশাহী জেলার বাঘা হয়ে লালপুর বাজার বাসস্ট্যান্ডে নেমে যে কোন যানবাহনে লালপুর উপজেলা পরিষদে আসা যায়।
রেলপথেঃ ঢাকা কমলাপুর রেল স্টেশন অথবা বিমান বন্দর স্টেশন হতে নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে নেমে সড়ক পথে লালপুর উপজেলায় পৌছাঁ যায়। স্থানীয়ভাবে ঢাকা/লালমনির হাট থেকে আজিমনগর রেলস্টেশনে নেমে লালপুর উপজেলা পরিষদে পৌঁছান যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস